দিনাজপুরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌমহনী মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে ৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে গত রবিবার প্রকাশিত ফলাফলে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী ফেল করেছে।

জানা গেছে, উপজেলার ভোগনগর ইউনিয়নে ১৯৯৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। এরপর ২০০৩ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ১৭৫ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক রয়েছেন ৭ জন। কর্মচারী রয়েছেন পাঁচজন। বিদ্যালয়ে সর্বশেষ দশম শ্রেণীতে ১১ জন শিক্ষার্থী ছিলেন।

সেই ১১ শিক্ষার্থীর মধ্যে ২০২৩সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ছয় জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিদ্যালয় হতে প্রথম বারের মতো মানবিক বিভাগের ছয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে চারজন ছাত্রী ও দুইজন ছাত্র। ছাত্রদের মধ্যে একজন প্রতিবন্ধী ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কেউ পাশ করতে পারেনি।

বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা, মোছাঃ বিলকিস বানু জানান, বিদ্যালয়টি একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত। এই এলাকার বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এ কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশগ্রহণ করতে হয়।

এসব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে যায়। তবে আগামী দিনগুলোতে বিদ্যালয়ের পড়ালেখার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে তিনি জানান।

বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান জানান, নানা চড়াই উত্তরাই মধ্যে দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষক সংকট রয়েছে। তারপরেও লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষকদের চেষ্টার কমতি ছিল না। বিদ্যালয়ের যে দুর্বল দিকগুলি আছে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।