দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/dinajpur-ofice-pic-29-10-2022-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী নিরাপদ পৃথিবী গড়তে ঘরে ঘরে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, প্রত্যেক বাড়ীর সদস্যরাই একেকজন পুলিশিং কমিটির সদস্য। অপরাধিরা কোন দিন প্রকাশ্যে অপরাধ সংঘটিত করে না। গোপনে করার চেষ্টা করে। কিন্তু প্রত্যেক পরিবারের সদস্যরা যদি সচেতন থাকে তাহলে অপরাধীরা অপরাধ সংঘটিত করতে পারবে না। নিজেদেরকেই নিজেদের নিরাপদ রাখতে হবে।
শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশ ডে ২০২২ উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশলাইন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এসব কথা বলেন।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম (বার) সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কমিউনিটি পুলিশিংকে একটি দর্শন আখ্যায়িত করে বলেন, অপরাধীরা কোন স্বাক্ষী রেখে কোন অপরাধ সংঘটিত করে না। প্রত্যেক জাতি তাদের নিরাপত্তার জন্য নিজেদেরকে দায়িত্ব গ্রহন করতে হবে নাগরিক হিসেবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলামের সঞ্চালনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি মোঃ রাশেদ পারভেজ, দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির, ওসি কোতয়ালী তানভীরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, গোলাম মোস্তফা, আহসান হাবিব অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করে মাওলানা মোঃ জামাল উদ্দীন ও গীতা পাঠ করেন ইন্সপেক্টর অপারেশন শ্যামল কুমার বর্মন। অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয় দিনাজপুর জেলায় ১১৩৯টি পুলিশিং রয়েছে। যার সদস্য সংখ্যা ৩১ হাজার ৪৮৬ জন। শ্রেষ্ঠ পুলিশিং কমিটির সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম ও শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে এসআই এসএম মাহফুজুর রহমানকে পুরস্কৃত করা হয়। একই সময় পুলিশিং কার্যক্রমের উপর রচনা প্রতিযোগিতায় ক বিভাগে দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুলের প্রথম উম্মে মাইমুনা, দ্বিতীয় মিকতাহুল জান্নাত ও তৃতীয় পুলিশ লাইন স্কুলের উলফাত চৌধুরী, খ বিভাগে কেবিএম কলেজের ইসরাত জাহান প্রথম, মেহেদী হাসান দ্বিতীয় ও সরকারি কলেজের মাহফুজ আলম সোহান ৩য় এবং গ বিভাগে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ডঃ রিয়াদুজ্জামান প্রথম, হাবিপ্রবির শিক্ষার্থী মোঃ রাবিউল ইসলাম দ্বিতীয় ও কেবিএম কলেজের শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিত ৩য় স্থান অধিকার করেন। সকলকেই ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা দেয়া হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন