দিনাজপুরে গাঁজাসহ এক ব্যক্তি আটক
দিনাজপুর সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ৮ (আট) কেজি গাঁজাসহ একজন কে আটক করেছে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল।
আটক আসামী হলেন মোঃ রিপন খান (৩০)। তার বাড়ি চাঁদপুর।
র্যাব-১৩, সিপিসি-১, কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন