দিনাজপুরে দুই ভাইয়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে দুই ভাইয়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা সময় সংবাদকে জানান, সকালে খবর পেয়ে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে দুই ভাই রিমন (৭) ও ইমরানের (৩) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন