দিনাজপুরে মহান একুশে ফেব্রুয়ারী ও মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরে শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
জেলাবাসী স্মরন করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তুবক অর্পন করেন।

এছারাও জেলায় আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।