দিল্লির দূষিত বায়ুর ছোবল ভারত-শ্রীলংকা টেস্টে!
বসবাসের অযোগ্য শহরে যেন পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সম্প্রতি সেখানকার বায়ুদূষণে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দূষিত বায়ুর ছোবল পড়ল ভারত-শ্রীলংকা টেস্টে।
বায়ুদূষণের ফলে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও শ্রীলংকার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।
খেলা চলাকালীন শ্রীলংকান পেস বোলার লাহিরু গামাগে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। এ সময় ম্যাচ রেফারি ডেভিড বুন চিকিৎসকের পরামর্শ নেয়া শুরু করেন।
পরে আম্পায়াররা ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্দিমালের সঙ্গে পরামর্শ করে আবারও খেলা শুরু করেন।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি যে এলাকায় অবস্থিত, সেখানে বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স খুব খারাপ।
এর আগে বায়ুদূষণের কারণে ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ স্থগিত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন