দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ, চট্টগ্রাম বন্দর বন্ধ
চট্টগ্রাম বন্দরে দু’টি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুন) পতেঙ্গায় কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাঙ্কারের এ সংঘর্ষের পর বন্দরে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, কন্টেইনারবাহী জাহাজ এক্সপ্রেস মহানন্দা জেটিতে প্রবেশ করছিল, একইসময়ে জেটি ত্যাগ করছিল অয়েল ট্যাংকার মোরগান। এক পর্যায়ে কর্ণফুলী নদীর বোট ক্লাব এলাকায় পৌঁছালে একটি জাহাজকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে ওই দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বন্দর সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, আরেকটি জাহাজকে বাঁচাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। চ্যানেল থেকে জাহাজ দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন