দুবাইয়ের ৮৪ তলা টর্চ টাওয়ারে ফের আগুন
দুবাইয়ে আকাশচুম্বি টর্চ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত দু’বছরে আবাসিক ওই বহুতল ভবনটিতে দু’বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই সেখানে দ্রুত উপস্থিত হন দমকল কর্মীরা। শুক্রবার ভোর সাড়ে তিনটার পর দুবাই সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দু’ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তারা জানিয়েছেন, বহুতল ভবনটি এখন স্বাভাবিক রয়েছে।
দুবাই মিডিয়া অফিসের এক টুইট বার্তায় জানানো হয়েছে, টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সামের ফাতাল্লাহ নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ থেকে ৪০ বাসিন্দার প্রাণহানি হতে পারে। তিনি জানান, পার্কিয়ে থাকা দু’টি গাড়িতে আগুন ধরে গিয়েছিল।
বিশ্বের বৃহত্তম ভবনগুলোর একটি টর্চ টাওয়ার। বহুতল ভবনটিতে কিভাবে আগুন লেগেছে তা পরিস্কার নয়।
দুবাই মিডিয়া অফিসের এক টুইট বার্তায় জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঠান্ডা করতে এখনো কাজ চলছে।
এর আগে ২০১৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহুতল ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১১ সালে বহুতল ভবনটি চালু করা হয়। তারপর থেকেই এটি বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন হিসেবে পরিচিতি পায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন