দুর্গাপুরে নদী পথে আসছে ভারতীয় কাঠ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী দিয়ে অবাদে ভারতীয় মুল্যবান কাঠ নামার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার অনুসন্ধানে গিয়ে দেখাগেছে, সীমান্তের বিজয়পুর ও ভবানীপুর নদী পথে রাতের অন্ধকারে প্রতি নিয়ত অবৈধ পথে আসছে ভারতীয় মুল্যবান কাঠ। অতিবর্ষন ও নদীতে পাহাড়ী ঢল নামলে চোরা কারবারিরা ৩০-৪০টি গাছ একসাথে বেঁধে মাচা তৈরী করে অতি কৌশলে কাঠ গুলো নিয়ে আসে। এব্যাপারে দুর্গাপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামকে বলেন, আমার অফিসে আমি এবং ১জন গার্ড ছাড়া কেউ নাই। জনবল না থাকায় আমি দেখেও কিছু করতে পারছি না।
বিজয়পুর বিজিবি ক্যাম্পইনচার্জ মোঃ মোশারফ হোসেন বলেন, আমার জানামতে এদিক দিয়ে কোন অবৈধ কাঠ পাচার হয় না। তারপরও নদীতে বেসামাল ঢল এলে হয়তোবা পাচারকারীরা এ সুযোগটা বেছে নয়, তখন আর আমাদের কিছু করার থাকে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন