দুর্গাপুরে মেয়র আনিসুল হকের শোক সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শনিবার দুপুরে দুর্গাপুর পৌরসভার আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর মেয়র আনিসুল হকের মৃত্যুতে এক শোক সভা করেছে।
এ উপলক্ষে পৌর মিলনায়তনে মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম এর সভাপতিত্বে মেয়র আনিসুল হকের কর্মময় জীবনের উপর অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, ইঞ্জিনিয়ার নওশাদ আলম, প্যানেল মেয়র শীতল সরকার, কাউন্সিলর আকরাম হোসেন, বানী তালুকদার, মোঃ সাচ্চু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৯ জুলাই এক সফরে সপরিবার যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষার শেষে তাঁর মস্তিস্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ ধরা পড়ে। এরপর তাঁকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার একপর্যায়ে শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে দিলে আবারও রক্তে সংক্রমণ ধরা পড়ায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে পরলোক গমন করেন। আমরা দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আলোচনা শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















