দেওয়াগঞ্জ-বক্সীগঞ্জসহ দেশবাসীকে কাজী কাইয়ুম শিশিরের ঈদ শুভেচ্ছা
দেওয়াগঞ্জ-বক্সীগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা, মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রিড়া সংগঠক ও কেকেএস ফুটবল একাদশের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী কাইয়ুম শিশির বলেন, করোনা মহামারীতে বির্পস্থ অসহায় মানুষের পাশে দাড়িয়ে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে।
১১ মে মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যেতে হবে।
উল্লেখ্য, করোনা মহামারীতে প্রফেসর কাজী কাইয়ুম শিশির দেওয়াগঞ্জ-বক্সীগঞ্জের সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। এই করোনাকালিন সময় তার বাসভবনে প্রতিদিনই অসহায়-এতিম মানুষদের ইফতারের ব্যাবস্থা করেছেন। ঈদুল ফিতর উপলক্ষেও তাদেরকে সাধ্যমত সহযোগিতা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন