দেশে ফিরেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/খন্দকার-মোশাররফ.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।
মঙ্গলবার রাত ১টায় দেশে পৌছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শক্রমে খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকায় আনা হয়েছে।
সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৪ থেকে ৬ মাস বেড রেস্টে থাকবেন।
যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও করো সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে তাঁকে নির্দেশনা দিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন