দেশে ৩ কোটি দরিদ্র, ১ কোটি হতদরিদ্র রয়েছে : অর্থমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/1530094216_2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বর্তমানে দেশে ৩ কোটি দরিদ্র ও ১ কোটি হতদরিদ্র রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮’ অনুষ্ঠানে রোববার সকালে তিনি এই কথা বলেন। পিকেএসএফ অনুষ্ঠানটির আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর দুই শতাংশ হারেও দারিদ্র্য কমাতে এখনো সক্ষম হইনি। এর কারণে বর্তমানে দেশে দরিদ্রের সংখ্যা ৩ কোটি। এর মধ্যে ১ কোটি হচ্ছে হতদরিদ্র।
তিনি বলেন, আমাদের বর্তমান সরকারের টার্গেট হচ্ছে আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে। তবে এমন নয় যে একেবারে দারিদ্র্য শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দারিদ্র থাকে।
দারিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্জক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ, পিকেএসএফ সদস্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন