দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সাড়ে ৩শ ট্রাক

দেশের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় প্রায় সাড়ে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে অাটকা পড়েছে।

শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত ট্রাকের এ সারি দেখা গেছে।

দৌলতদিয়া বিঅাইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় রাত থেকে সকাল পর্যন্ত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের কিছুটা চাপ ছিল। কিন্তু সকাল ৯টার দিক থেকে যাত্রীবাহী পরিবহনের কোনো চাপ না থাকলেও রয়েছে পণ্যবাহী ট্রাকের চাপ। তবে বেলা যত বাড়বে যানবাহনের চাপ ততো বাড়বে বলে ধারণা দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের।

বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, সকাল থেকে যাত্রীবাহী পরিবহনের কোনো চাপ নেই। তবে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে পারের অপেক্ষায়।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটের ৩টি ঘাট সচল রয়েছে। তাছাড়া যানবাহন পারাপারে এ রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।