দৈনিক ২২৫ টাকার কিস্তিতে পাবেন ফ্ল্যাট
দৈনিক ২২৫ টাকা ১১ পয়সা কিস্তি দিয়ে ফ্ল্যাটের মালিক হতে পারবেন দরিদ্র মানুষেরা। এসব ফ্ল্যাটের আয়তন ৬৫৭ বর্গফুট। যার বিক্রয়মূল্য ২০ লাখ ২৬ হাজার টাকা। ২৫ বছর মেয়াদে মাসিক বা দৈনিক কিস্তিতে এর মূল্য মেটানো যাবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মন্ত্রী জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকার মিরপুরের ১১নং সেকশনে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় ৫৮৫টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সামশুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সরকারি আবাসন পরিদফতর ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের অধীনে মোট ২৭৮টি বাড়ি বেদখল রয়েছে।
এছাড়া সরকারি আবাসন পরিদফতরের নিয়ন্ত্রণাধীন ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের অধিক্ষেত্রে মোট ১২৪টি পরিত্যক্ত বাড়ি বেদখলে রয়েছে। অপরপক্ষে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড, ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের আওতায় মোট ১৫৪টি বাড়ি বেদখলে রয়েছে।
মন্ত্রী জানান, এসব পরিত্যক্ত বাড়িতে বসবাসকারীরা বিভিন্ন আদালতে মামলা করে অবৈধভাবে দখলে রেখেছেন।
সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৫ সালের ২৯ মে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এর সম্ভাব্য ক্ষতি এড়াতে ও নিরাপত্তায় বিল্ডিং কোড মেনে ইমারত নির্মাণে রাজউক গণমাধ্যমে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করে।
এছাড়া চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে আইনি কার্যক্রম গ্রহণ করে তা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, কৃষি জমিতে আবাসন না গড়তে এবং কৃষিজমি রক্ষা কল্পে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ২৩টি আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পসহ মোট ৪১টি প্রকল্প চলমান। এছাড়া ২৭টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন