দ্বিতীয় ঢেউয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, বিশ্বে নতুন আক্রান্ত প্রায় ৫ লাখ
বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৪ লাখ ৯৩ হাজার ২২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ।
এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৭৮০ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির সবশেষ তথ্যানুযায়ী, করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ৮৫৯ জন।
সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।
তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ১২ লাখ ৩ শতাধিক মানুষের।
এদিকে, করোনায় প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ অক্টোবর) ৯১৪ জনের প্রাণ গেছে দেশটিতে। ৮৬ হাজারের বেশি শনাক্ত হয়েছে।
এদিন ভারতে মারা গেছে ৪৬৮ জন। এতে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ২২ হাজার। ৪৭ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।
ফ্রান্সে সাড়ে ৩৫ হাজারের ওপর কোভিড রোগী শনাক্ত হয়েছে শনিবার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন