দ্বিতীয় ময়নাতদন্তেও স্পষ্ট হয়নি রাউধার মৃত্যুর কারণ

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনেও আত্মহত্যার কথা বলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আসমাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভিসেরা প্রতিবেদন এসেছে। ডাক্তার লিখেছে লাশ পচে যাওয়ার কারণে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা গেলো না। তবে সুইসাইডাল ঘটনাটি বাদ দেওয়া যায় না। ফরেনসিক বিভাগ থেকে মোবাইল ও ল্যাপটপের প্রতিবেদন এখনো আমাদের কাছে আসেনি। প্রতিবেদনগুলো আসার পর চার্জশিট দেওয়া হবে। আসামীকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও আমরা মৃত্যু না আত্মহত্যা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য গভীরভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নগরের শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করে।