দ্রুত কি জনপ্রিয় হতে চাইছেন মেয়র আতিকুল?
১০ দিন আগে নির্বাচিত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম৷ গার্মেন্টস ব্যবসায়ী আতিকুল আগেও পোশাক কারখানার মালিকদের সংগঠনের নেতৃত্ব দেন৷ প্রয়াত মেয়র আনিসুল হকও ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী৷ ছিলেন দারুণ জনপ্রিয়৷
আতিকুল অবশ্য দায়িত্ব নেওয়ার পর পরই বেশ কয়েকটি কর্মকাণ্ডে আলোচিত-সমালোচিত হয়েছেন৷ বলা হচ্ছে, তিনি কি আনিসুল হকের মতো জনপ্রিয় হতে দ্রুত কিছু একটা করার চেষ্টা করছেন?
মেয়র স্বয়ং এ সব বিষয় নিয়ে কথা বলেছেন৷ তাঁর দাবি, জনপ্রিয় হতে নয়, রাজধানীর মানুষের জন্য তিনি সত্যিই কিছু করতে চান৷ আর সেই চেষ্টাই করছেন তিনি৷
কী করতে চাচ্ছেন মেয়র?
নির্বাচিত হয়েই ময়লা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে বিতর্কের মধ্যে পড়েন মেয়র আতিকুল ইসলাম৷ ১৭ মার্চ তেজগাঁও এলাকা বঙ্গবন্ধুর জন্মদিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান মেয়র৷
সেখানে আগে থেকে ময়লা ফেলে রাখার নির্দেশ দিয়েছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুর রহমান৷ পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এই ঘটনার জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন মেয়র৷ বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর সেখানে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণাও দিয়েছেন৷ এমনকি সেটা নিহত শিক্ষার্থীর নামে করার কথাও বলেছেন তিনি৷ পরের দিন, অর্থাৎ বুধবার, পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে ফুটওভার ব্রিজটির স্মৃতি ফলকের উদ্বোধন করেছেন৷ এরপরও প্রশ্ন উঠেছে, এতে কি শিক্ষার্থীরা নিরাপদ হবে?
এই ঘটনাগুলোর ব্যাপারে জানতে চাইলে মেয়র বলেন, ‘‘কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে হয়৷ শুধু একটা নয়, আরো অনেক ফুটওভার ব্রিজ করা দরকার৷ আমি তাই বিত্তবানদের আহ্বান জানাবো, আপনারা এ সব কাজে কিছু টাকা ব্যয় করুন৷ ফুটওভার ব্রিজটি আপনার নামে হবে৷”
প্রয়াত মেয়রের পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করছেন? জানতে চাইলে মেয়র আতিকুল ইসলাম বলেন যে, তিনি অনেক কিছুই শুরু করেছেন, যা এখন চলমান৷ আর সেগুলো শেষ করারই চেষ্টা করছেন তিনি৷ নেতৃত্বহীনতার কারণে অনেক প্রকল্প নাকি সামনে এগোচ্ছিল না৷ এবার সেগুলো শেষ হবে৷
আপনার পরিকল্পনা কী? জবাবে মেয়র বলেন, ‘‘আমি স্মার্ট সিটি করতে চাই৷ সব গ্রাহক যেন অনলাইনে ‘ট্যাক্স’ দিতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি৷ অ্যাপের মাধ্যমে কোনো এলাকার সমস্যার কথা মানুষ যেন লিখে বা ছবি তুলে দিতে পারে, সে ব্যবস্থা করতে চাই৷”
সামনে সময় তো খুব কম? কীভাবে এগুলো শেষ করবেন? জানতে চাইলে জনাব আতিকুল বলেন, ‘‘স্বল্পমেয়াদি কাজগুলো শেষ করতে চাই৷ আর দীর্ঘমেয়াদি কাজগুলো পরে যিনি আসবেন তিনি শেষ করবেন৷”
কী পদক্ষেপ নেওয়া উচিৎ মেয়রের
স্থপতি ইকবাল হাবিব বলেন, কিছু কর্মকাণ্ডে হয়ত আলোচনা-সমালোচনা হচ্ছে৷ কিন্তু তারপরও বলব, এখন মূল্যায়ন করার সময় হয়নি৷ প্রয়াত মেয়র আনিসুল হক যে কাজগুলো শেষ করতে পারেননি, সেগুলো প্রথমে শেষ করতে হবে৷ পাশাপাশি নিজের পরিকল্পনাও দরকার৷ ওনার সামনে সময় খুবই কম৷ এক মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না৷ নিরাপদ রাজধানী করতে স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ নিয়ে তাঁকে সামনের দিকে এগোতো হবে৷ আবার চাটুকররা তাঁকে যেন ঘিরে ফেলতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে৷
দীর্ঘদিন ধরে নগর বিষয়ক সাংবাদিকতা করছেন অমিতোষ পাল৷ তিনিও আলাপকালে বলেন, ‘‘মেয়রের যে আন্তরিকতা আছে সেটা বোঝা যাচ্ছে৷ কিন্তু অতিউৎসাহী কিছু কর্মকর্তা বা ব্যক্তির কারণে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মেয়র কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন৷”
মেয়র কি দ্রুত জনপ্রিয় হতে চাইছেন? জবাবে অমিতোষ পাল বলেন, ‘‘বিষয়টা ওভাবে দেখা যাবে না, কারণ সময় গেল মাত্র ১০ দিন৷ এখন মূল্যায়ন করা ঠিক না৷ আমাদের তাঁকে কিছুদিন সময় দিতে হবে৷ তখন হয়ত আমরা মন্তব্য করতে পারব৷ এখন আসলে তাঁকে দিক নির্দেশনা দেওয়া দরকার৷ ভালো কাজে সমর্থন দেওয়া দরকার৷”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেনের কথায়, ‘‘রাজধানীর সমস্যা কী তা সবাই জানেন৷ এখন দরকার উদ্যোগ৷ উন্নত দেশগুলো দেখলে তো আমরা বুঝতেই পারি যে মেয়রকে কী করতে হবে৷”
তিনি বলেন, ‘‘প্রথমত ওনার যেটা করা দরকার, সেটা হলো, রাস্তায় একটা শৃঙ্খলা আনতে হবে৷ সেটা উনি একা না পারলে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়েই কাজটা করতে হবে৷ প্রতিদিন বাস চাপায় মানুষ মারা যাবে, এটা হতে পারে না৷ কী কারলে সড়কে শৃঙ্খলা ফিরবে, সেটা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ঠিক করে সমাধান চাই আমরা৷ ঘটনা ঘটে গেলে শুধু আশ্বাস, পরে কিছুই নেই, তা তো হতে পারে না৷’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন