ধানের শীষে ভোট মানেই দুর্নীতিকে সমর্থন দেয়া : প্রধানমন্ত্রী

দেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করে জানিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকার পালে আজ হাওয়া লেগেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। নৌকা মার্কায় সমর্থন চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ধানের শীষে ভোট মানেই দুর্নীতিকে সমর্থন দেয়া। আগামীতে ক্ষমতায় এলে রাজধানীতে পাতাল রেল নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, গেল ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচার শুরু করার পর জেলা শহরের পাশাপাশি ভোট প্রার্থনায় এবার রাজধানীর বুকে জনসভার মাঠে আওয়ামী লীগ সভাপতি।

শুক্রবার বেলা সাড়ে ৩টার কিছু পরে, গুলশানের ইয়্যুথক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা। ঢাকার ৮টি আসনে নৌকা মার্কার প্রার্থীদের মঞ্চে নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

সভায় শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাজধানী ঘিরে আরও উন্নয়ন কর্মসূচি হাতে নেবে আওয়ামী লীগ।

বিএনপি আবারও ক্ষমতায় এলে দেশ দুর্নীতি আর লুটপাটে পিছিয়ে যাওয়ার আশঙ্কা করে, শেখ হাসিনা দেশের সমৃদ্ধির জন্য নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করেন।

আসছে নির্বাচনেও জনগণ নৌকা মার্কার পক্ষে রায় দেবে বলেও আশাপ্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান।