নওগাঁয় ডিবি সেজে ডাকাতি: মা-মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে স্বর্ণালংকার লুট

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের পরিচয়ে এক বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির নগদ ৩ লাখ টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
গতকাল (১৩ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের নন্দিখৈর গ্রামের খুদিরামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ছিলেন খুদিরামের মেয়ে সান্ত্বনা রানী এবং তাঁর নাতনি স্মৃতি রানী।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথমে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আত্মীয়ের পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। এরপর তারা বাড়ির মালিকের মেয়ে সান্ত্বনা রানীকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দেয় এবং মা ও মেয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।
ভুক্তভোগী সান্ত্বনা রানী জানান, “তারা ডিবি পুলিশ পরিচয়ে এসে আমাকে মাদক ব্যবসায়ী বলে হ্যান্ডকাপ পরায়। এই সুযোগে তারা বাড়ির লকার ভেঙে সেখানে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। “ডাকাতেরা পালানোর সময় ধস্তাধস্তির মধ্যে তাদের ব্যবহৃত একটি মুঠোফোন ঘটনাস্থলে ফেলে যায়।
সান্ত্বনা রানী সেটি উদ্ধার করে নিয়ামতপুর থানা পুলিশের নিকট জমা দিয়েছেন। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। ওসি বলেন,শুক্রবার দুপুরে “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তিনি তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি। এলাকাবাসী এমন দিনে-দুপুরে সরকারি সংস্থার পরিচয়ে ডাকাতির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















