নওগাঁর নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/Late-Lash-লাশ-মরদেহ-মৃত্যু-নিহত-আত্মহত্যা-হত্যা-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের পুনর্ভবা নদির টেকঠা ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় ৭টার দিকে ওই এলাকার লোকজন লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবরদিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আনুমানিক ৩৮-৪০ বছর বয়সের ওই ব্যক্তির শরীরে কাল চেক শার্ট ও পরনে কাল প্যান্ট আছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অজ্ঞাত ওই লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে তারা নদিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছেন। লাশটির পরিচয় জানার চেষ্ঠা চলছে এবং মর্গে প্রেরণ করা হবে। এর পরে তার মৃত্যুর কারন বলা যাবে বলে তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন