নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মঙ্গলবার উপজেলা চত্ত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার পর একটি বর্ণাঢ্য রেলী শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ মাছের ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত আলোচনা সভায় মৎস্য সম্পসারন অফিসার মোছাঃ মহসিনা পারভীনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ মুনিরুজ্জামান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব, কৃষি অফিসার সহিদুল ইসলাম, সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম।
সমবায় অফিসার সামসুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, সহকরী যুব উন্নয়ন অফিসার ইন্দু কুমার সরকার সহ অন্যান্য কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্য জীবি, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ তিন জন মৎস্য চাষিকে ক্রেস্ট এবং তিন জন মৎস্য চাষিকে মাছের খাদ্য প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন