নওগাঁর পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/Naogaon-News-Picture-BNPer-Protithabarsiki-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাবেক এমপি সামসুজ্জোহা খানের বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোকছেদুল হক ছিরি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী (ভারপ্রাপ্ত) সামিমা পারভীন পলি, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল্লাহ-আল ফারুক, আতোয়ার রহমান, সিরাজুল ইসলাম, নৌশাদ আলী বিশ্বাস, আশারাফুল ইসলাম আশরাফ, এ্যাড: আব্দুল মজিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, আহ্বায়ক কমিটির সদস্য সামসুল আলম নবাব, পৌর বিএনপির সাবেক সভাপতি মামুনুর রহমান, বণিক কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ.জেড মিজান, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, শাহির হোসেন শিপু সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে নজিপুর বাসস্ট্যান্ড বিএনপি’র দলীয় কার্যালয়ে নজিপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী, আবু তাহের চৌধুরী মিন্টু, নজিপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল সামাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মর্তুজা রেজা, এম.আর মোস্তফা, সামিম রেজা, চেয়ারম্যান মোস্তাক আহমেদ, সাপেল মাহমুদ প্রমুখ।
দুটি আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন