নওগাঁর পত্নীতলায় বীরমুক্তিযোদ্ধা ছোলাইমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নওগাঁর পত্নীতলায় সম্ভুপুর বাদগাম গ্রামের কমরুদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ছোলাইমান আলী (৮৬) বার্ধ্যকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৭ আগস্ট) তার নিজ গ্রামের বাড়ি সম্ভুপুর বাদগামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের নেতৃত্বে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, এসআই সাইফুল ইসলাম সহ পুলিশের একটি বিশেষ দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমন, সুকুমার কুমার দাস, আব্দুল মজিদ সহ এলাকারবাসী, সুধীজন প্রমুখ।
পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন