নওগাঁর পত্নীতলায় ৪২টি মাধ‍্যমিক বিদ‍্যালয়ে তালা

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ৪২ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝুলিয়ে কর্মসুচি পালন করছে শিক্ষকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) ৪২ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝুলিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের এক দফার আন্দোলনের জন্য বিদ্যালয়ে তালা ঝোলানোর কারণে ক্লাস করতে না পেরে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা।

সরেজমিনে উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১১ টায় গিয়ে দেখা যায়, সকল শ্রেণিকক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের একদফার আন্দোলনের জন্য শ্রেণিকক্ষে তালা ঝোলানো কারণে ক্লাস করতে না পারায় বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে।

পত্নীতলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও আন্দোলনের জন্য তাদের ক্লাস নেওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু ফিরোজ বলেন, আমরা এক দফা দাবী নি‌য়ে আ‌ন্দোলন কর‌ছি। তা হ‌লো জাতীয়করণ। বাংলা‌দের ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারী। একই সি‌লেবাস পড়াই আমরা। আমা‌দের বা‌ড়ি ভাড়া ১০০০ টাকা এবং চি‌কিৎসা ভাতা ৫০০ টাকা। ২৫ বছর ধ‌রে আমা‌দের আমা‌দের উৎসব ভাতা ২৫ % আমরা এস‌বের নিরসন চাই

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান বলেন, শিক্ষকদের আন্দোলনের বিষয়টি শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে কিছু কিছু স্কুলে এখনো পাঠদান চলছে। পরবর্তীতে উর্ধ্বতম কর্মকর্তার যে কোন আদেশ আসলে আমরা সে অনুযায়ী কাজ করব।