নওগাঁর পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় জাতীয় ভোটার দিবস/২২ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মুজিব বর্ষেও অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস/২২ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শেষে স্মার্ট কার্ড বিতরন ও নতুন ভোটারদেও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন