শারদীয় দূর্গা উৎসব-২০২২ইং
নওগাঁর পত্নীতলায় পূজায় নিরবিচ্ছিন বিদ্যুৎতের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে পত্নীতলায় নওগাঁ পবিস-২ এর বোর্ড রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নজিপুর পৌরসভার ১৬ টি পূজা মন্ডবের সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণের সাথে পূজা মন্ডবে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিমিত্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুমানা আফরোজ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, এজিএম (ওএন্ডএম) সদর দপ্তর আব্দুল মোত্তালেব, এজিএম (সদস্য সেবা) সদর দপ্তর আমিনুর রহমান, এজিএম (এইচআর) সেলিম রেজা, পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবনাথ চৌধরী, সম্পাদক গৌতম চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন সাহা, পৌর কাউন্সিলর যুগল দেবনাথ প্রমুখ। মতবিনিময় সভায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সকলের সহযোগীতা চাওয়া হয় এবং বিদ্যুৎ ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারে উপজেলার ৮৬টি পূজা মন্ডবে দুর্গাপূজা উদ্যাপন হবে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন