নওগাঁর পত্নীতলায় ভূমি অফিসের কর্মচারীদের পূর্নদিবস কর্ম-বিরতি পালিত
নওগাঁর পত্নীতলায় নিজেদের পদবী ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে সারা দেশের ন্যায় পত্নীতলা উপজেলা ভূমি অফিসের কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা মঙ্গলবার ও বুধবার পূর্নদিবস কর্ম বিরতী পালন করেছে।
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব প্রশাসন), উপজেলা/সার্কেল ভূমি অফিসে কর্মরত ১৩-২০তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের নির্মিতে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্য়ালয়ের কর্মচারী সমিতি (ব্যাবিকককস), বাংলাদেশ কালেক্টরেট সরকারী সমিতি (বাকাসস) কর্তৃক ঘোষিত ১-৩, ৬, ৮-১০, ১৩-১৬, ২০-২৪ মার্চ/২২ তারিখের কর্মসূচীর সাথে একাত্মতা পোষনপূর্বক বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, নওগাঁ জেলা শাখার ব্যানারে পত্নীতলা উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা পূর্নদিবস কর্ম বিরতী পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন, নাজির কাম-ক্যাশিয়ার ফারুক হোসেন রানা, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী রুবেল হোসেন সহ অন্যান্য কর্মচারীবৃন্দ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন