নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক মাদক সহ ৩ মাদদক চোরাকারবারী গ্রেফতার

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক ভাবে তিন দিকে ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক চোরাকারবারী ব্যবসাহীকে গ্রেফতার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

গত ৬ নভেম্বর বৃহস্পতিবার এবং ৭ নভেম্বর শুক্রবার ২০২৫ তারিখের রাত ৩ টার দিকে পৃথক পৃথক ভাবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি কর্তৃক রুপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় ৩ টি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল সহ ৩ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে।

আর গ্রেফতার কৃতিরা হলেন, মোঃ জিয়ারুল হক (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার গ্রাম-রুপনারায়নপুর, মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-মৃত ফজলুর রহমান , গ্রাম-খাঁপুর,ও মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত আশরাফুল, গ্রাম-ননপুকুর।

আটককৃত মালামাল এবং আসামীদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যাহার মামলা নম্বর-১১, ১২ এবং জিডি নং-২৯৮ তারিখ- ৭ নভেম্বর ২০২৫)।

আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৩,০৮,৬০০/-টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।