নওগাঁর পত্মীতলায় জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্তকরন
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্মীতলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ও ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় সোমবার সকালে পত্মীতলা উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, বিআারডিবি কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজনেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন