নওগাঁর পত্মীতলায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়
নওগাঁর পত্মীতলায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
এ সময় মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, ক্ষেত্র সহকারী সুবদ চন্দ্র দাস এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্মীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরি সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় দেশিয় প্রজাতির মাছের পোনা উৎপাদন বৃদ্ধি এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও ক্ষতিকর পিরানহা মাছের বিক্রয় রোধে নিয়োমিত অভিযান পরিচালনার বিষয়ে জোরারোপ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন