নওগাঁর পোরশায় জমিজমা নিয়ে মারপিট আহত ৮

নওগাঁর পোরশায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আওয়ামীলীগের নেতা মুকুল ও লাল্টুর মারপিটের অভিযোগ পাওয়া গেছে। মারপিটে এক মহিলা সহ কম পক্ষের ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলার চকবিষ্নপুর গ্রামের চকবিষ্নপুর বিলে এই মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর ভাই পোরশা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে পোরশা থানার ওসি শাহিন রেজা সহ তদন্ত করতে যান পোরশা থানা পুলিশ।

আহতরা হলেন হাবিবুর রহমান (৫০), কাওছার আলী (৪৫), মনিরুল ইসলাম (৫৪), তহিদুল ইসলাম (৩৩), শামিম হোসেন (৫৩), মুনাহিদুল ইসলাম (৩১), মুক্তার হোসেন (৪১), সাইন রেজা (২৫)। স্থানীয় এলাকাবাসীরা জানা হাবিবুর রহমান ও কাওছার আলী গংরা দির্ঘদিন ধরে ঐ জমি ভোগদোখল করে আসতো, কিন্তু আওয়ামীলীগ পিয়োটে মুকুল হাজী, লাল্টু, নূহ, আব্দুর রহিম সহ তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরকরে ঐ জমি দখল করে নেয়।

এখন এই জমিতে হাবিবুর রহমান ও কাওছার আলী সরিষা রোপণ করতে গেলে কথাকাটাকাটির জেরে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু করে মুকুল হাজী, লাল্টু,বাহিনী লোকজন আর এই মারপিঠে আহত হয় ৮ জন। মারপিটের আহতদের মধ্যে হাবিবুর রহমান (৫০), কাওছার আলী (৪৫), মনিরুল ইসলাম (৫৪), কে রাজশাহী রামেক হাসপাতালে রেফার্ড করেন।

অভিযুক্ত মুকুল, লাল্টু জানান তারা দীর্ঘদিন ধরে জমি ভুগদোখল করে আসছি,কিন্তু আমরা তাদের কে কোন মারপিট করিনি। এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা জানান মারপিট করা আসামিদের গ্রেফতার জোরদার অভিযান চলছে।