নওগাঁর বদলগাছীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
নওগাঁর বদলগাছী কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি
এ সময়ে কর্মরত সংবাদকর্মীরা উপজেলা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সংবাদকর্মীরা বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতামত প্রকাশ করেন।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার সময় বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, বদলগাছী উপজেলায় আমি নতুন যোগদান করেছি।উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন