নওগাঁর বদলগাছী ইটভাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড


নওগাঁর বদলগাছী উপজেলার ২ টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (০৫ মার্চ) দুপুর ২ টার সময় উপজেলার মধুরাপুর ইউনিয়নের চাঁপাইনগর মেসার্স নাহার ব্রিকস ফিড ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘণে ১৪ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা ও ওপর দিকে আদায়পুর ইউনিয়নের মাদবপাড়ার মেসার্স দীপ্তি ব্রিকস ফিস ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি।
এসময় তিনি জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক সঠিক কাগজপত্র না থাকায় উপজেলার ৩৫ টি ইটভাটার মধ্যে ২ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন