নওগাঁর মান্দায় ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় সারাদেশের ন্যায় বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা বাংলাদেশ ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নওগাঁর মান্দায় ১১নং কালিকাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৫ জানুয়ারী ২০২৫ ইং) বিকেল ৩ টায় ১১ নং কালিকাপুর ইউনিয়নের শীলগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগাঁম ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় ইউনিয়ন কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু।
বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া। মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান,শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন।
এছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, মাসুদ রানা, শাহিনুর রহমান,কালিকাপুর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ কালিকাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন মান্দা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন