নওগাঁর মান্দায় খালেদা জিয়া’র সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ইফতার মাহফিল অনুষ্ঠিত


নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া’র সুস্থতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিক এর স্মরণে ৮ নং কুসুম্বা ইউনিয়ন যুবদলের অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৫ মাচ) বুধবার বিকালে উপজেলার বড়পই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ নং কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ আলী কারেন্টের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার বি এন পির সাবেক সভাপতি মোকলেছুর রহমান মকে, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক বারী টিপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, মিজানুর রহমান, ও শফিকুল ইসলাম বেলাল কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান,যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক, শাহিন আলম, মাসুদ রানা, সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন