নওগাঁর মান্দায় জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ডা, ইকরামুল বারী টিপুর উঠান বৈঠক

নওগাঁর মান্দা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএন পির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মোঃ- ডা, ইকরামুল বারী টিপু উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করেন, মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোঃ- ডা, ইকরামুল বারী টিপু।

এ সময় তার সফর সঙ্গী হিসাবে উঠান বৈঠুকে
উপস্থিত ছিলেন, ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাত নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি বিএনপির আলী আকবর, সাবেক মেম্বার খোরশেদ আলম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুবদল নেতা আল মামুন, ১১ নাম্বার কালিকাপুর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি কহিমদ্দিন সহ প্রমুখ।