নওগাঁর রাণীনগরে ফ্রিজ থেকে আগ্নিকান্ড : ১০লক্ষ টাকার মালামাল ভস্মিভূত
নওগাঁর রাণীনগরে ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন ধরে পুড়ে গেছে বাড়ীর ৯টি কক্ষ মাটির দুইতলা । এতে নগদ টাকাসহ প্রায় ১০লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ জুন রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামে শ্যামকৃষ্ণ সরকারের বাড়ীতে। শ্যামকৃষ্ণ ওই গ্রামের নিতাই সরকারের ছেলে।
শ্যামকৃষ্ণ সাংবাদিকদের জানান,সন্ধ্যায় বাড়ীর লোকজন কাজকর্ম করছিল। এসময় হঠাৎ করেই ঘরে রাখা ফ্রিজ থেকে দাউ দাউ করে আগুন ধরে। মুহুর্তের মধ্যেই পুরো বাড়ী আগুন ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মাটির দুইতলা বাড়ীর ৯টি কক্ষের বিভিন্ন আসবাবপত্র,নগদ এক লক্ষ ১৯হাজার টাকা এবং বাড়ীর ছাউনির প্রায় ৪৫বান্ডিল টিন পুরে ভস্মিভূত হয়ে যায়। এছাড়া বাড়ীতে থাকা প্রায় ৫ভরি স্বর্ণালংকার এখনো খঁুজে পাওয়া যায়নি। এতে সব মিলিয়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার আর এ শামিম বলেন,খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। তিনি বলেন বিদ্যুৎ লাইনে গোলযোগের কারনে ফ্রিজে আগুন ধরে। সেখান থেকেই পুরো বাড়ী আগুন ছড়িয়ে পরে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,আগুনে পুরে যাওয়া বাড়ী পরিদর্শনে স্থানীয় চেয়ারম্যানকে পাঠিয়েছিলাম।ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকারীভাবে সার্বিক সহযোগিতা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন