নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক সংগঠন গুলো অংশ গ্রহন করে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তপ্পোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারি, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক এবং স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর রাণীনগর সরকারি শের-এ বাংলা কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মাঠে অনুষ্ঠিত ডিসপ্লেতে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি প্রমুখ উপস্থিত ছিলেন।