নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ধ্বংশ

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও ভাদাই জাল আটক করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর ও বিল চৌর এবং মিরাট ২নং স্লুইচ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান,নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল এবং ভাদাই জাল দিয়ে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর ও বিল চৌর এবং মিরাট ২নং স্লুইচ গেট এলাকায় মাছ নিধন চলছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার বিকেল তিনটা নাগাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এবং থানাপুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিল থেকে ৫০হাজার টাকা মূল্যের ১৫০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল এবং আরো অর্ধ লক্ষাধীক টাকার ভাদাই জাল আটক করা হয়। পরে আটক জালগুলো বিলের পারেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন