নওগাঁয় কোভিট-১৯ (২য় ওয়েভ) মোকাবেলায় স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ
নওগাঁর পত্নীতলায় কোভিট-১৯ (২য় ওয়েভ) মোকাবেলায় স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এর সহযোগীতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কোভিট-১৯ (২য় ওয়েভ) মোকাবেলায় স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সচেতনতামূলক ৬-৯ তারিখ ব্যাপী প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাইকা কর্মকর্তা রায়হানুল আলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. দেবাশিষ রায়, ডা. রুহুল কুদ্দুছ, উপজেলা পরিরবার পরিকল্পনা অফিসার জিল্লুর রহমান, পত্নীতলায় প্রেসক্লাব ও উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।
এসময় কোভিট-১৯ (২য় ওয়েভ) মোকাবেলায় স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষন কর্মসূচীতে উপজেলার সকল মেডিকেল অফিসার ও স্টাফগণ অংশগ্রহন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন