নওগাঁয় বিজিবির তত্বাবধায়নে রেকর্ড পরিমান মাদকদ্রব্য ধ্বংস
নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি গ্রাউন্ডে নওগাঁ ও জয়পুরহাট জেলায় আটককৃত বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
নওগাঁ জেলা সদরে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি ও পত্নীতলা ঊপজেলা সদরে অবস্থিত পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক ১ অক্টোবর ২০১৯ থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত সময়ে আটককৃত এসব মাদকদ্ব্য ধ্বংস করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ বিপিএম বার পিএসসি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি জি,নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: লোকমান হোসেন , সিভিল সার্জন এবিএম রাইহানুজ্জামান সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান
,পত্নীতলা নির্বাহী অফিসার রুমানা আফরুজ।
ধ্বংস করা উক্ত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ১৬০ টাকা। অপরদিকে বিভিন্ন সময় নওগাঁ ব্যাটালিয়ন ও পত্নীতলা ব্যাটালিয়ন কর্তৃক উদ্ধারকৃত ১১টি কষ্টি পাথরের মূর্তি ও ৩টি সিমেন্টের মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন