নওগাঁয় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার-২
নওগাঁয় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুই আসামিকে গ্রেফতার করেছে ৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহী এবং সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
সোমবার (৪ জুলাই) গভীর রাতে আনুমানিক রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭ তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারা হলেন— ঢাকা বাড্ডা মেট্রোর দক্ষিণ বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০)।
মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালায় র্যাব। এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য লালবর্ণের ৪ কেজি ২০০ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, প্লাস্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের ২ কেজি ৫শ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, পলিথিনের ভিতর ক্রিস্টাল সাদা বর্ণের ২কেজি ৪শ গ্রাম পাউডার, পলিথিনের ভিতর ১ কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, বিউটেন গ্যাসযুক্ত ( MOON ) কৌটা ২টি, দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১টি, লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১টি, একটি ব্যাটারি যাতে (PAKKO 6F22 9V) সহ আরও লেখা আছে, লাল স্কসটেপ ২টি, স্কসটেপ দ্বারা বাঁধানো মোবাইল ব্যাটারি ২টি, রেজিস্টেন্স ৭টি, বাটন সুইচ ৮টি, টিউনিং সুইচ ৬টি, (IC) ১টি যাতে (ZHANG) লেখা, ইন্ডিকেটর ল্যাম্প ৮টিসহ ওই দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন