নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/মৃত্যু.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় দ্রুতগামী কোন এক গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলে পত্নীতলা থানার এএসআই মোঃ রুহুল আমিন নামের এক এএসআই এর মৃত্যু হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৯ থেকে সাড়ে ৯টার দিকে থানায় রোলকল হয়। সে সময় সে থানায় উপস্থিত থেকে রোলকল করেছিল। এরপর সে কোন এক সময় থানা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। হঠাৎ করে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি উপজেলার পত্নীতলা মধইল আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর নামক স্থানে রাস্তায় থানার কর্মরত এএসআই রুহুল আমিনের মরদেহ পরে আছে। তাৎক্ষণিক ভাবে তার মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথেই তার মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন