নওগাঁয় ১৪ বিজিবি’র “বিজিবি দিবস-২১” পালিত
নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়ন এর আয়োজনে বিজিবি দিবস-২১ উদ্যাপন উপলক্ষে কেক কাটা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়ন এর কার্যালয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল্ ইসলাম আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দিবসের শুভ সূচনা করেন।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনোপতি রায়, পত্নীতলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, সাপাহার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোলাইমান আলী, সাবেক পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ সন্তোষ কুমার সাহা, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন সহ অন্যান্য কর্মকর্তা, সুধীজন প্রমুখ।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন