নড়াইলে দু’টি তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন

নড়াইলে পুলিশের সেবার মান আরও বৃদ্ধির জন্য লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের সেবার মান আরও উন্নতির লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর অনুমোদনের প্রেক্ষিতে সোমবার (১০ জানুয়ারি) পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে এবং কালিয়া থানাধীন বড়নাল তদন্ত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দুটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
গাড়ি দু’টি হস্তান্তর করেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
তিনি বলেন, লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজনের মাধ্যমে অত্র এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে এবং জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, এসএম কামরুজ্জামান পিপিএম, (সদর দপ্তর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন