‘নতি স্বীকার করবে না কাতার’

কাতার সাম্প্রতিক দিনগুলোতে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে শত্রুপক্ষের কাছ থেকেও সেরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। সৌদি আরব-মিশরের চাপে কাতার নতি স্বীকার করবে না। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে জানান কাতার চলমান সংকটে তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না এবং কখনো আপস করবে না।

বৃহস্পতিবার রাজধানী দোহাতে এরকম মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। তিনি বলেন: ‘আমরা নতি স্বীকার করতে প্রস্তুত নই, আমরা কখনোই নতি স্বীকার করবো না এবং আমাদের পররাষ্ট্রনীতির স্বাধীনতা বজায় রাখতে কখনো আপস করবো না।’

সৌদি, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন জোট কাতারের বিরুদ্ধে ‘সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ’ এবং আঞ্চলিক প্রতিপক্ষ ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে। কাতার সেগুলোকে ভিত্তিহীন অভিযোগ হিসেবে অভিহিত করেছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাব দিয়ে জানান দিয়েছেন কাতার এ ধরণের অবরোধে টিকে থাকার সক্ষমতা রাখে, সেটা দীর্ঘমেয়াদী হলেও।