নবরাগ ব্লাড ডোনার ফাউন্ডেশনের সদস্য হলেন মফিজুর রহমান

সাতক্ষীরার জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড সাতক্ষীরা এর সম্মানীত চেয়ারম্যান শেখ মফিজুর রহমানের সাথে সোমবার বিকেলে নবরাগ ব্লাড ডোনার ফাউন্ডেশন ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন সদর উপজেলা শাখার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

সাক্ষাৎকালে মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম সম্পর্কে জেলা ও দায়রা জজকে বিস্তারিত অবহিত করেন ছড়াকার নাজমুল হাসান। এ সময় তিনি স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান করতে নবরাগ ব্লাড ডোনার ফাউন্ডেশনের খাতায় নিজ নাম সদস্যভূক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এড. খায়রুল বদিউজ্জামান, শেখ আব্দুল আলিম, মীর তুহিন হাসান, শেখ এনামুল হাসান, আজমিরা খাতুন আজমিরা, আসিফ পারভেজ বিরু ও আরিফ হাসান প্রমুখ।

মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানকে ছড়াকার নাজমুল হাসান স্বরচিত কবিতা ও বই উপহার দেন। জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানকে ছড়াকার নাজমুল হাসান স্বরচিত কবিতা।

ক্ষণজন্মা মানুষ
নাজমুল হাসান

ক্ষণজন্মা মানুষ তিনি মানব সেবার তরে
গোপালগঞ্জে জন্মেছিলেন বাবা মায়ের ঘরে।
আল্লাহ দিলেন সেই মানুষের সেবার মহান বুক
স্বদেশ জুড়ে সবার কাছে আজ প্রিয় মুখ।
.
যার স্বপ্ন জুড়ে থাকে বিশাল আলোর মাঠ
সেখান থেকে পাচ্ছে সবাই জীবন গড়ার পাঠ।
গরীব জনের দুঃখ লাঘব করতে থাকেন পাশে
লিগ্যাল এইড সেবা দিতে আছেন বারো মাসে।
.
যা পারেনি কেউ কখনো তাই করেছেন তিনি
কারাগারে বদলে দিলেন গুড়-রুটি আর চিনি।
বন্দীরা সব পাবে এখন খিচুড়ি ভাত আলু
বৃটিশ থেকে আজ অবধি কেউ করেনি চালু
.
ঐশ্বর্যের লোভকে ছেড়ে চলেন সাদামাঠা
মানব প্রেমের মধ্যে দিয়ে ‘সুফি’ পথে হাঁটা।
হৃদয় জুড়ে স্বর্গীয় সুখ সদাই বহমান
মানবতার কান্ডারী শেখ মফিজুর রহমান।