নভেম্বরে বেরোবি’র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালুকরণের আশ্বাস
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/22093355_1741231632849483_1064592613_n.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : চার বছর ধরে পড়ে থাকা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করতে আশ্বাস প্রদান করেছে প্রশাসন। আগামী ১ নভেম্বর ক্যাফেটেরিয়া চালু হতে যাচ্ছে বলে জনসংযোগ দপ্তরের সহকারি প্রশাসক তাবিউর রহমান প্রধান প্রেরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাফেটেরিয়া চালুকরণের প্রস্তুতি হিসেবে ইজারা প্রদানের জন্য ইতোমধ্যেই বাংলাদেশের প্রকৃত হোটেল, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কাছে দরপত্র চেয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ক্যাফেটেরিয়া ইজারা নিতে আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে দরপত্র গ্রহণ ও জমা দিতে পারবেন। এছাড়াও গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর এর পক্ষ থেকে ক্যাফেটেরিয়া পরিচালকের কাছে ক্যাফেটেরিয়ার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
এদিকে আগামী ৩১ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে ক্যাফেটেরিয়ার যাবতীয় কাজ সম্পন্ন করে পুর্নাঙ্গভাবে ব্যবহারের উপযোগী করার জন্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা দপ্তর এবং প্রকৌশল দপ্তরকে দির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, প্রায় চার বছর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ভবনের নির্মাণকাজ শেষ হলেও তা ব্যবহারের জন্য খুলে দেয়া হয়নি।
সাবেক উপাচার্য ড. একে এম নূর-নবী’র দীর্ঘ চার বছরে ক্যাফেটেরিয়া চালু করতে দুটি কমিটি ব্যর্থ হওয়ার পর বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও গত ১৪ জুন যোগদানের পরে এ বিষয়ে তৎপর হন। এরপর বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়ার ডিনাকে আহ্বায়ক এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক ছদরুর ইসলাম সরকারকে কমিটির সদস্য সচিব করে গত ১৩ জুলাই (বৃহস্পতিবার) তৃতীয় বারের মতো নয় সদস্যবিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
এরপর গঠিত কমিটির পক্ষ থেকে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিদর্শন করে কমিটির সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছদরুল ইসলাম সরকার গত ২৬ সেপ্টেম্বর ইজারা দরপত্র আহবান করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন