নরওয়ে দূতাবাসের ফেসবুক পেজে বিএনপির আন্দোলনের খবর
ঈদের পরে গণআন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, এমন একটি খবর পোস্ট করা হয়েছে বাংলাদেশে নরওয়ে দূতাবাসের ফেসবুক পেজে। সোমবার (১২ জুন) ওই পেজটিতে ‘ম্যাস মুভমেন্ট আফটার ঈদ: খালেদা জিয়া’ শিরোনামে এ খবর প্রকাশিত হয়।
নরওয়ে দূতাবাসের পেজে পোস্ট করা খবরটিতে বলা হয়েছে, বিএনপি ঈদের পর সরকারবিরোধী আন্দোলনে যাবে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘রোজার ঈদ শেষে জনগণ আরও ঐক্যবদ্ধ হবে, জুলুম-অত্যাচার-অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের সঙ্গে মিলে রাস্তায় জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে।’
প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক আরোপ ও বিশ্বব্যাংকের অর্থায়নের খবরও পোস্ট করা হয়েছে নরওয়েদূতাবাসের ফেসবুক পেজে। সপ্তাহের আলোচিত খবর হিসেবে এগুলো প্রকাশিত হয় এখানে। পেজে জানানো হয়েছে, নরওয়ে দূতাবাসের পেজে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির আলোচিত খবর তুলে ধরা হয়। এসব খবর পোস্ট করে থাকেন ঢাকাস্থ দূতাবাসের কর্মীরা।
বাংলাদেশে নরওয়ে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘এই খবরগুলো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া। দূতাবাস প্রতি সপ্তাহে বাংলাদেশের কয়েকটি প্রধান খবর সামারি আকারে প্রকাশ করে থাকে। এর সঙ্গে নরওয়ের ফরেন পলিসির কোনও সম্পর্ক নেই।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন